রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : ফ্লাটের বাসিন্দাদের অনেকের সাধ বাগানের। কিন্তু ছোট্ট বারান্দায়, গাছ রাখলেও, কয়েকদিনেই তা অনেক সময় শুকিয়ে মরে যায়। কয়েকটা বিষয় মাথায় রাখলেই খুব সহজেই, ছোট্ট বারান্দায় মনভালো এক বাগান তৈরি করতে পারেন। যেমন-
১. বারান্দার আয়তন বুঝে টবের সংখ্যা নির্বাচন করুন। গাদাগাদি করে গাছ না রাখাই ভালো।
২. কয়েক ধরনের ফুল গাছ, যেমন- পিটুনিয়া, বোগানভলি রাখুন। জবাও রাখতে পারেন। এর পাশাপাশি বাহারি পাতার গাছ রাখুন। এগুলো দেখতে যেমন ভালো লাগে, তেমনি খুব অল্প যত্নেও ভালো থাকে।
৩. টবে পানি দেওয়ার পর বারান্দা অনেক সময় মাটি মেশানো পানিতে ভেসে যায়। এজন্য টবের নিচে রাখুন প্লাস্টিকের বাটি রাখুন। পানি দেওয়ার পর সেই বাটি উলটে দিলেই সমস্যা হবে না।
৪. শুকনো পাতা জমতে দেবেন না। গাছের গোড়ায় তা না রেখে ফেলে দিন। এতে গাছ ও বারান্দা দুই পরিষ্কার থাকবে।
৫. জায়গা কম থাকলে ঝুলন্ত টবও লাগাতে পারেন। কোন গাছলি ঝুলে ঝুলে থাকবে আর সুন্দর দেখাবে তা নির্বাচন করুন।
রুপসীবাংলা৭১/এআর