নিজস্ব প্রতিনিধিঃ ২৬শে জুন রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন মসজিদ বাজার এলাকায় প্রায় ৩০০ জন ভূমিহীন কৃষক শ্রমিক পরিবারের মাঝে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে ঢাকা জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণ হয়েছে।
চাল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেখ নাছির উদ্দিন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ঢাকা জেলা শাখার আহ্বায়ক লিটন কবিরাজ, যুগ্ম সম্পাদক ডা. সাইদুর রহমান প্রমুখ।