রুপসীবাংলা ৭১ স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক : সিলেটে আরও দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে চলতি মাসে ১৭ জন করোনা পজিটিভ চিহ্নিত হলেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬০ জনের নমুনা পরীক্ষায় দুইজন করোনা আক্রান্ত শনাক্ত হন।
এই নিয়ে চলতি মাসে মোট ১৭ জন আক্রান্তের মধ্যে আটজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঁচজন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও আল হারামাইন হাসপাতালে একজন চিকিৎসাধীন আছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
রুপসীবাংলা ৭১/এআর