নিজস্ব প্রতিনিধিঃ সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোঃ শাহজাহান ভূঁইয়ার উপড় সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৫ জুন বিকেলে সাদীপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শাহজাহান ভূঁইয়া বলেন গত ২২ জুন রবিবার তাপদাহের কারনে আমি আমার নিজ বাড়িতে খালি গায়ে লুঙ্গি পরিহিত অবস্থায় বিশ্রাম নিচ্ছিলাম,এ সময় মামলার বাদী আমার চাচাতো ভাই সোহরাব এসে জানায় কয়েকজন লোক দেশীয় অস্ত্রসহ আমার বাড়ির পিছনের পুকুর পাড়ে জড়ো হয়েছে এবং আমাকে মেরে ফেলবে বলে হুমকি ধমকি দিচ্ছে, আমি যেন দ্রুত সেখানে যাই এবং অবশ্যই সাথে যেন আমার লাইসেন্স করা বন্দুক নিয়ে নিয়ে যাই।
তার কথা সরল মনে বিশ্বাস করে আমি খালি গায়ে লাইসেন্স করা বন্দুক নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সব কিছু সোহরাবের সাজানো নাটক এবং তার কথা বার্তা অসংলগ্ন। আমি বুঝতে পারিনি সোহরাব আমার ভাই হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে।তাই আমি এ বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে দেশ ও জাতির কাছে তুলে ধরার অনুরোধ জানাচ্ছি।এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গনমাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। আমি বিষয়টির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাদীপুর ইউনিয়ন বিএনপির সদস্য নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য আল মামুন ভূঁইয়া, সাদীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ,সিনিয়র সহ-সভাপতি আব্দুন নুর , সহ-সভাপতি মোঃ হায়দার মোল্লা,সাংগঠনিক সম্পাদক হাজী শহীদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা ছাত্র দল এর যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জজ মিয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,সাদিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ, যুবদল নেতা সেলিম ভূঁইয়াযুবদল নেতা আব্দুল্লাহ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।