রুপসীবাংলা৭১ প্রতিবেদক : যশোরের কেশবপুরে পানিতে ডুবে আলিমূল ইসলাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) সন্ধ্যায় পরিবারের লোকজন পুকুরের পানি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। সে উপজেলার সাগরদত্তকাটি গ্রামের কামরুল মল্লিকের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাগরদত্তকাটি ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম বুলু।
এলাকাবাসী জানায়, শিশুটি শনিবার বিকেলে বাড়ির পাশে পুকুর পারে খেলা করার সময় পা পিছলে পানিতে পড়ে যায়। সন্ধ্যায় তার মরদেহ পানিতে ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে। আলিমূল ইসলাম ছিল কামরুল মল্লিকের একমাত্র পুত্র সন্তান।
রুপসীবাংলা৭১/এআর