রুপসীবাংলা৭১ প্রতিবেদক : পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি অর্ধবার্ষিক সময়ের জন্য মুনাফা বা কুপন রেট ঘোষণা করেছে। ওই সময়ের জন্য বন্ডের ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।
বুধবার (১৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (১৭ জুন) প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।
প্রিমিয়ার ব্যাংক পাপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটির সভায় ২০২৫ সালের ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করা হয়েছে। অর্থাৎ উল্লিখিত হারে রিটার্ন পাবেন প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা। বন্ডটির ইস্যুয়ার হিসাবে কাজ করছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের মুনাফা বরাদ্দের জন্য রেকর্ড ডেট পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
রুপসীবাংলা৭১/এআর