নিজস্ব প্রতিনিধিঃ ফের অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
২১মে বুধবার রাত পৌনে ৮টায় রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনরত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এর আগে, ফেসবুকে দেওয়া এক পোস্টে দুই উপদেষ্টার পদত্যাগ চান ইশরাক।নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘দুই উপদেষ্টার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই। শত্রুতা বা বৈরিতা নেই। আমি ওনাদের জন্য সব সময় শুভ কামনা করি। তারা পদত্যাগ করে যেকোনো রাজনৈতিক দলের সদস্য হয়ে রাজনীতি করুক; আপত্তি নেই। কিন্তু, সরকারের ওপর হস্তক্ষেপ আর চলবে না। এটা আমরা হতে দেব না। আমরা সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ চাই।’’
ইশরাক বলেন, ‘‘আদালতে মামলা করেছিলাম, সেই মামলার রায় পেয়েছি। আইন অনুযায়ী, এতদিনে আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার কথা। কিন্তু, তারা সেটা দিচ্ছেন না।’’তিনি বলেন, ‘‘আমি আবারো বলতে চাই, আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা বা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াই নির্ধারণ করে দিবে যে, এই বছরের ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে আদৌ জনগণের সরকার প্রতিষ্ঠা হবে কি?’’