নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে,সন্ত্রাসী নূর কামাল গ্রুপের দুপক্ষের মধ্যে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে একজন আহত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) রাত ১০ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের আই-ব্লকে এ ঘটনা ঘটে।আহত মোহাম্মদ জাবের ওরফে মৌলভী জাবের (৩৫) ক্যাম্পটির একই ব্লকের বাসিন্দা জকির আহমদের ছেলে। সেও সন্ত্রাসী নূর কামাল গ্রুপের সক্রিয় সদস্য।
স্থানীয়দের বরাতে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি ) মোহাম্মদ কাউছার সিকদার জানান, রাতে টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের আই-ব্লকে সন্ত্রাসী নূর কামাল গ্রুপের প্রধান নূর কামালের সঙ্গে তার গ্রুপের সক্রিয় সদস্য মৌলভী জাবেরের মধ্যে বিদ্যমান বিরোধকে কেন্দ্র করে তর্কাতর্কির ঘটনা ঘটে। একপর্যায়ে নূর কামাল ক্ষিপ্ত হয়ে মৌলভী জাবেরকে লক্ষ্য করে গুলি করার পর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এতে তার বাম ও ডান পায়ের গুলির এবং পিট, হাত ও পায়ে ছুরিকাঘাত হয়েছে।