নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এর তিন সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ “ব্যাসিক পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পণা মন্ত্রিণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর সচিব মোঃ কামাল উদ্দিন বলেন ‘নৈতিকতা ও সাহসীকতার সাথে কাজ করতে হবে।
মঙ্গলবার (২০.০৫.২৫) সকালে রাজধানীর রমনায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর হেড কোয়ার্টার ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) এর সিটি ক্যাম্পাসে সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
বিভিন্ন সরকারি দপ্তর থেকে আসা প্রায় তিরিশ জন প্রথম শ্রেনীর সরকারি কর্মকর্তাদের নিয়ে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিপিপিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান, ডিম্যাপ প্রজেক্টের টিম লিডার এবং বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব মোঃ ফারুক হোসেন, বিপিপিএ পরিচালক, যুগ্ম সচিব মোঃ নাসিমুর রহমান শরীফ। অন্যষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসসিবি এর রেক্টর এবং সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল আলম। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) এর প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান, ফ্যাকাল্টি ট্রেইনার ও প্রশিক্ষণটির কোর্স কোঅর্ডিনেটর ড. তাওহীদ হাসান। সারা দেশ থেকে আগত সরকারি কর্মকর্তাগণ জানিয়েছেন, ইএসসিবিতে আয়োজিত বিপিপিএ এর এই প্রশিক্ষণ সকল সরকারি কর্মকর্তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ ।