রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে প্রথম টি-টোয়েন্টিতে দুই শ ছুঁই ছুঁই স্কোর দাঁড় করেছিল বাংলাদেশ। বাম কুঁচকির চোট থেকে পুরো ফিট না হওয়ায় আজ অবশ্য বাঁহাতি ওপেনারকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। তবে তিনি না থাকলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দলীয় স্কোর ঠিকই দুই শ পার হয়েছে। সিরিজ জিততে সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদে
শারজায় আজ বাংলাদেশের বড় সংগ্রহের ভিতটা গড়ে দিয়েছেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। উদ্বোধনী জুটিতে ৯০ রান যোগ করেন দুজন। এক শ ছুঁই ছঁই জুটিতে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তানজিদ তামিম। ১৭৮.৭৮ স্ট্রাইক রেটের ৫৯ রানের ঝোড়ো ইনিংসটিই তার প্রমাণ।
৩৩ বলের ইনিংসটি সাজান ৫ চার ও ৩ ছক্কায়।
ওপেনিং সঙ্গীকে হারিয়ে দ্রæত ড্রেসিংরুমের পথ ধরেন লিটনও। মাঠ ছাড়ার আগে অবশ্য ৩ চার ও ১ ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশের অধিনায়ক। শেষ দিকে তাওহিদ হৃদয়ের ৪৫ রানের ঝোড়ো ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
এ ছাড়া দুই শ পেরোনো ইনিংসে ৬ বলে ১৮ রান করে অবদান রেখেছেন জাকের আলি অনিক। অন্যদিকে ২৭ রানের ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত।
এর আগে টস হেরে চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইমন, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানের বিপরীতে সুযোগ পেয়েছেন শান্ত, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও নাহিদ রানা। টেস্ট ও ওয়ানডেতে আগেই অভিষেক হলেও আজ টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলতে নামবেন পেসার রানা।
আজ জিতলে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ২৭ রানের জয় পায় বাংলাদেশ। শুরুতে দুই ম্যাচের সিরিজ খেলার কথা থাকলেও বিসিবির চাওয়ায় আজ বাড়তি আরেকটি ম্যাচ খেলতে রাজি হয়েছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।
রুপসীবাংলা৭১/এআর