নিজস্ব প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রাতের আঁধারে ভুট্টার ক্ষেত কেটে নষ্ট করার এক অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে গঠিত ঘনিমহেষপুর জনকল্যাণ বহুমুখী কৃষি সমবায় সমিতি নামীয় একটি সংগঠন গড়ে উঠে। উক্ত সমিতির নামে খোষ কবলা দলিল মূলে ২০ একর জমি ক্রয় করে এবং দীর্ঘদিন ধরে বৈধভাবে খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছিল। সমিতির উদ্যোগে উক্ত জমির মধ্যে প্রায় ৮ বিঘা জমিতে ভুট্টা চাষ করা হয়।
১৯ মে সোমবার সকালে সমিতির সদস্যরা মাঠে গিয়ে দেখতে পান, তাদের ভুট্টা ক্ষেতের গাছ কেটে ফেলে রাখা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানো হয়। এ ঘটনায় সমিতির সভাপতি নিকোলাস দাস বাদী হয়ে রুহিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, পূর্বশত্রুতার জেরে এই ধ্বংসাত্মক কাজটি সংগঠিত করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এতে সমিতির প্রায় দুই লক্ষ দশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইপি সদস্য কামিনী রায় বলেন, বিষয়টি দুঃখজনক দোষী যেই হোন না কেন যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
এ বিষয়ে ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র রায় বলেন, জমিগুলি সমিতির অধিনে চাষাবাদ করা হয়েছে। আমি জানতে পেরে মাঠে গিয়ে যা দেখেছি তা অত্যন্ত দুঃখজনক। আমি উপজেলা কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছি।রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ওদের দুটি গ্রুপের অভিযোগের শেষ নেই। সকালে এক গ্রুপ অভিযোগ দিলে বিকালে অন্য আরেক গ্রুপ অভিযোগ দেয়। তিনি আরো বলেন, এরা কারো কথা মানে না, সমাজ মানে না, আইন মানে না থানা মানে না।