নিজস্ব প্রতিনিধঃ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শুরু হলো বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী অনুষ্ঠানমালা। ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সকাল ৯ টায় ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর মাসব্যাপি কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৯.০০ উপস্থিতি ও শুভেচ্ছা বিনিময়,সকাল ৯.৩০ র্যালী,সকাল ৯.৪৫ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,সকাল ৯.৫৫ শপথ অনুষ্ঠান ও সকাল ১০.০০ টায় কেক কাটা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি এড. মশিউর মালেক এর সঞ্চালনায় ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও শপথ বাক্য পাঠ করান সাবেক পররাস্ট্র মন্ত্রী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি। প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ঢাকা মহানগার কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমন্ডিত করেন।
উল্লেখ্য যে কেন্দ্রীয় কমিটি ছাড়াও বিভিন্ন জেলা কমিটি ও বিদেশী শাখা গুলিতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সদ জাগ্রত থেকে ৫ বারের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার অঙ্গিকার করেন সকল নেতৃবৃন্দ।