নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকা রুটে চারটি আন্তঃনগর ট্রেন চালুসহ বিভিন্ন দাবিতে রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
১৪ মে বুধবার সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে মল্লিকা এক্সপ্রেস ট্রেন আটকে রেখে ‘সুশাসনের জন্য নাগরিক-সুজন’ এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে কর্তৃপক্ষের আশ্বাসে ৪০ মিটিন পর ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।
মানববন্ধনে বক্তারা জানান, রাজশাহী থেকে ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস ঢাকা রুটে নিয়মিত চলাচল করে। কর্তৃপক্ষের অবহেলায় এসব ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত হচ্ছে না। আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার ওবায়দুল্লাহ বলেন, ট্রেন আটকে রেখে বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে। এ কারণে মল্লিকা এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় হয়। পরে আয়োজকরা কর্মসূচি প্রত্যাহার করলে প্রায় ৪০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সুজনের দাবিগুলোর মধ্যে রয়েছে- ট্রেনে যাত্রীসেবা আরো বাড়ানো ও নিরাপত্তা নিশ্চিত করা, চাঁপাইনবাবগঞ্জের রেলস্টেশনগুলো আধুনিকায়সহ দখল মুক্ত করা, আমনুরা বাইপাস রেলস্টেশনে সব আন্তঃনগর ট্রেনের ৫ মিনিটের যাত্রাবিরতি, চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ স্থলবন্দর ছয়লেনে উন্নতি করা।