নিজস্ব প্রতিনিধিঃ আজ ২৮ জানুয়ারি বেলা ১ টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কার্যলোয়ের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আ.ক.ম মোজাম্মেল হক এমপি’র সাথে ইন্ডিয়া-বাংলাদেশ গ্লোবাল ফ্রেন্ডশীপ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথমেই সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ৭১ এর মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারত যদি আমাদের সহযোগিতা না করত তাহলে হয়ত সশস্ত্র যুদ্ধ দীর্ঘকালীন হত। কারণ সে সময় আমাদের এত অত্যাধুনিক অস্ত্র ছিলনা। ভারত সে সময় অস্ত্র, সৈন্য এবং কুটনৈতিক সহযোগীতা করে, ফলে নয় মাসেই বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভারতের বীর সোনারা এ দেশকে হানাদার মুক্ত করতে নিজের জীবন দিয়েছেন। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞতার শেষ নাই। ভারতের জনগনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সে সময় ভারত আমাদের এক কোটি মানুষকে আশ্রয় ও ভরণ পোষণ দিয়েছিল যা নজীর বিহীন।
আমি ইন্ডিয়া বাংলাদেশ গ্লোবাল ফ্রেন্ডশীপ ফোরাম এর সভাপতি খন্দকার রেদুয়ানুর রশিদ, সহ-সভাপতি সালাম মাহমুদ ও সাধারণ সম্পাদক অরুন সরকার রানা কে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে এ ফোরাম ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে অনুঘটক হিসেবে কাজ করবে।মন্ত্রী আরও বলেন ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, আগামী দিনে দু’দেশের সম্পর্কে ভিন্নতর মাত্রা যোগ হবে।