স্টাফ রিপোর্টরঃ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর দেশ ত্যাগের বিষয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিিআর আবরারক কে কমিটির প্রধান করে তিন সদস্য বিশিষ্ট্য উচ্চপর্যায়ের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে আগামী পনের দিনের মধ্যে তাদের রিপোর্ট পেশ করার জন্য বলেছেন।
১১ মে রবি বার অন্তবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তদন্ত কমিটি গঠন ও রিপোর্ট পেশ করার বিষয়টি নিশ্চিত করেন। কমিটির অন্যান্যরা হলেন-নৌ পরিবাহন মন্ত্রণালয়য় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার (অবঃ) এম. সাখাওয়াত হোসেন ও পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
কমিটি ৩ টি বিষয়ে তদন্ত করবে- গত ৭মে কিভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে বিদেশে গমন করেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুরোর দায়িত্ব পালনে কোন গাফিলতির ছিলো কিনা,তারা কি যথাযথ দায়িত্ব পালন করেছেন না তারা ব্যর্থ? এ বিষয়ে করনীয় এবং সুপারিশ প্রদান। তদন্তের সার্থে কমিটি তাদের সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে পারবে এবং সকল সরকারী-বেসরকারী সংস্থা কমিটিকে প্রয়োজনীয় সহয়তা প্রদান করবে। কমিটি কাজের স্বার্থে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালযের জননিরাপত্তা বিভাগ এই কমিটিকে সাচিবিক সহয়তা প্রদান করবে।
উল্লেখ্য,সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের বিষয় নিয়ে পূর্বে অতিরিক্ত আইজিপি প্রশাসনকে নিয়ে গঠিত তিন সদস্যের কমিটি ইতিমাধ্যে কাজ শুরু করেছে এবং তাদের কার্যক্রমও চলমান থাকবে বলে জানান।