নিজস্ব প্রতিনিধিঃ আজ ২৮ জানুয়ারি ২০২৪ রবিবার বিকাল ৩টায় তিন দিনব্যাপী আয়োজিত ২১তম পৌষমেলা ১৪৩০ এর সমাপনী দিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) ওয়াইজঘাট, প্রাঙ্গণে। সমাপনী দিনে পৌষমেলা উদযাপন পরিষদের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব খলিল আহমদ।
সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, বাফা’র সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রেজাউর রহমান সিনহা ও পৌষমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ রায়।
৩ দিনব্যাপী পৌষমেলা- ১৪৩০ এর আয়োজনের আগামীকাল ২৮ জানুয়ারি শেষ দিনে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, যাত্রাপালা ও নৃত্যসহ পিঠা-পুলির নানা আয়োজনে মুখরিত থাকবে মেলা প্রাঙ্গণ। বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।সমাপনী দিনের অনুষ্ঠানমালা:
দলীয় সঙ্গীত পরিবেশন করে পঞ্চভাস্কর, সুরতাল, ভিন্নধারা, পদ্মশ্রী সঙ্গীত নিকেতন, মহীরুহ।একক সঙ্গীত পরিবেশন করেন আরিফ রহমান, আব্দুল হালিম খান, ফয়েজুল বারী ইমু, প্রদীপ সরকার, মাহজাবীন রহমান শাওলী, মফিজুর রহমান বিরহী, ঈশিতা বড়ুয়া নিপা।দলীয় নৃত্য পরিবেশন করে কত্থক নৃত্য সম্প্রদায়, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, নান্দনিক নৃত্য সংগঠন। একক আবৃত্তি পরিবেশন করেন রফিকুল ইসলাম, মাসুম আজিজুল বাসার।বিশেষ পরিবেশনা ছিল যাত্রাপালা- লাইলী মজনু