সাইদুর রহমানঃ রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার ‘বাসিলা সিটি ডেভলপারস হাউজিং লিঃ এর ভেতরে থাকা পৈত্রিক জমির ৪ কাঠা দখল করে নেয়ার প্রতিবাদে সংবাদ অনুষ্ঠিত হয়।
২৬ এপ্রিল ২০২৫,শনিবার বেলা ১১টা বাংলাদেশ ক্রাইস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে জানান যে, ওয়ারিশ সূত্রে পাওয়া পৈতৃক সম্পত্তি দাগ নং -সিএস-৫৮৭,এসএ ৫৮৭,ও আরএস ৭১৪ (হোল্ডিং নাম্বার হয়নি) যা মোহাম্মদপুর থানা এলাকার বসিলা সিটি ডেভলপার হাউজিং লিমিটেড এর ভেতরে অবস্থিত। তারা জানান, ব্রিটিশ আমলে ওয়ারিশ সূত্রে পাওয়া এই জমি ১৯৯৫ সালে আমার দাদা ব্যাংকে মর্টগেজ রেখে লোন নিয়েছিলেন। পরবর্তীতে ২০২১ সালে ব্যাংক থেকে নেয়া তার লোন পরিশোধ করে জমিটি মুক্ত করেন। পৈত্রিক এই জমি আর এস এবং সিটি জরিপ অবৈধভাবে অন্য মানুষের নামে হওয়ার বিষয়টি অবগত হয়ে মহামান্য আদালতের শরণাপন্ন হয়। ২০১৯ সালে আদালত তাদের পক্ষে রায় দেন। পরবর্তী তিন বছর পর জনৈক জাকির হোসেন আর এস এর মালিক হিসেবে আদালতে ভুয়া নিলাম দেখিয়ে জমিটি তার দাবি করে আপিল করেন, যা চলমান রয়েছে। প্রকৃতপক্ষে এই জমির কোন প্রকার নিলাম হয় নাই। তিনি যে নিলাম দেখিয়েছে সেখানে ওয়ারিশগণের নাম নেই।
উক্ত জমির মালিক সি এস এবং এস এ মালিক ইয়াছিনুর রহমান। প্রতিপক্ষ জাকির হোসেন আপিল করার পর তার উপর শুনানী চলা অবস্থায় জনৈক তসলিম উদ্দিনের চার কাঠা দখল করে নেয়ার বিষয়ে সুবিচার পেতে সংবাদ সম্মেলনটি আয়োজন করেন।