নিজস্ব প্রতিনিধিঃ প্রধান নির্বাচন কমিশনার এ এন এম নাসিরউদ্দিনের নিকট বরগুনা জেলায় ৩টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে স্মারকলিপি প্রদান করে বরগুনা জেলা সমিতি,ঢাকা। স্মারকলিপি পেশ করেন বরগুনা জেলা সমিতি,ঢাকা এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু, সাবেক সাংসদ এডভোকেট আবদুল মজিদ মল্লিক, সমিতির উপদেষ্টা ডা: সুলতান আহমদ, সাবেক অতিরিক্ত সচিব আবুল হাশেম, সমিতির সিনিয়র সহসভাপতি সাবেক সিনিয়র জেলা জজ মোহাম্মদ আলতাফ হোসাইন। সিইসি ঘন্টাব্যাপী বরগুনা জেলার সমস্যা মনোযোগ সহকারে শ্রবন করেন এবং আইনগত জটিলতা নিরসনের মাধ্যমে প্রতিনিধি দলের নেতৃবৃন্দকে আশস্ত করেন।