নিজস্ব শেরপুরের শ্রীবদ্ধি ঝিনাইগাতী বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে স্বপ্নের সভাপতি মামলার আতংক ছড়াচ্ছে! শেরপুর জেলার শ্রীবদ্ধি, ঝিনাইগাতী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর দিকনির্দশনা অনুযায়ী যারা রাজনৈতিক কার্যক্রম করবে তারা আ’লীগ এ যোগ দিয়েছে ৫ আগষ্টের পর এমন অভিযোগ একটি স্মৃতি সংসদের জেলার সভাপতি হওয়ার স্বপ্নে বিভোর সাবেক সংসদ সদস্য রুবেল এর লোকজনের। এলাকায় প্রচার করছে,চাঁদাবাজী, বালী মহল দখল,কিংবা জনজীবন অতিষ্ঠ করতে যারা রাজী না তাদের ৩০০জনের তালিকা করে ঝিনাইগাতী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। এলাকায় গুন্জন আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আর ভারপ্রাপ্ত কর্মকতাকে অবৈধ ভাবে আয় করা টাকা থেকে মোটা অংকের টাকা দেয়। এমন প্রচারকারীদের প্রশ্ন করে সদ্য পলাতক এমপি আর রুবেল এমপির পক্ষে ছাড়া বিপক্ষে কেউ যায় না কেন? আবার চাঁদাবাজী করার দায়ে রুবেলকে জেলা কমিটি থেকে বাদ দিয়ে ছিলো আবার সেই জেলার আহবায়ক হচ্ছে ৩ কোটির বিনিময়ে। এদিকে রুবেল বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে ভোটাররা বিকল্প চিন্তা করছে। আবার থানা দুই দূবৃত্তের বাইরে মজলুমের পক্ষে নিরপেক্ষ তদন্ত না করেই মামলা নিচ্ছে। এদিকে ঝিনাইগাতী জনগন ঐকবদ্ধ বিএনপি করার অপরাধে চাঁদাবাজদের কথা মামলা করলে উচ্চ আদালতে গিয়ে তারা থানা কর্মকর্তাদের অতিত কর্মকান্ড তদন্ত করার আদালতে প্রার্থনা করবে।