নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন(বিআরজেএ) কার্যলয়ে অস্হায়ী প্রেসিডেন্ট হিসাবে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া উর রহমান বীর উত্তমের ৮৯ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন(বিআরজেএ)’র কার্যলয়ে এক আলোচানা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভাপতিত্ব করেন বিআরজেএ’র প্রতিষ্টাতা চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন মাসিক অক্ষর এর সম্পাদকমন্ডলীর সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা এ,কে,এম,আমিনুল হক, মাসিক অক্ষর এর ব্যাবস্হাপনা সম্পাদক ও’জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন আহামেদ এস,এম,বদরুল ইসলাম,ফাহিমআলনুর,এ্যাড,মোঃ রুহুল আমিন, সাইফুল ইসলাম, প্রধান আলোচক এ,এস,এম, আমিনুল হক বলেন আজ যখন শহীদ জিয়ার জন্মদিন আলোচনা করতে হলে অনেক কথা বলতে হয়। তিনি বলেন সাংবাদিকদের নিরাপত্তার কথা চিন্তা করে প্রেস কাউন্সিল গঠন, প্রেস ইনিসটিড গঠন,সংবাদ পত্র প্রকাশে যাতা বাঁধাগ্রস্ত হতে না হয় এজন্যে বাজার দরের কম মুল্যে কাগজ সরবাহ নানা মুখী কার্যকর পদক্ষেপ গ্রহন করেন। জাতিয় ঐক্য নিশ্চিত করতে দেশপ্রেমিক মিথ্যাচার থেকে রক্ষায় ঐক্যবদ্ধ করেন। এই নেতা ক্ষণজন্মা। আল্লাহ তালা শাহাদাৎ এর মর্যদা দান করবেন। তিনি শহীদ জিয়ার উত্তরসুরী দেশনায়ক তারেক রহমান গতকাল বলেছেন আগামী নির্বাচনে চাঁদাবাজ দখলদারে অত্যাচারে জনগন অতিষ্ঠ। এ গুলো কঠোর হস্তে দমন করতে না পারলে জনগন মুখ ফিরীয়ে নেবে। তিনি বলেন অন্যের সমালাচনাই নিজেদের সমালোচনা শুরু করে সংশোধন হলে বিজয় আসবেই। বেলাল উদ্দিন আহাম্মেদ বলেন জনাব তারেক রহমান যে দিকনির্শনা দিচ্ছে মফস্বল শহর গুলোতে সাংবাদিক সমাজ তা ছড়িয়ে দিতে পারে। তিনি বলেন বিআরজেএ এই দায়িত্ব সঠিক ভাবে পালন করে জনগন আত্মমর্যাদা রক্ষায় ঘুরে দাঁড়াবে। মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী বলেন জাতির ক্রান্তিকাল অতিক্রম করতে সাংবাদিক সমাজ সব সময় দায়িত্ব পালন করে। তিনি বলেন নানা সংকটের কারণে গত ১৬ বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন(বিআরজেএ) এই সংগঠনের প্রতিষ্টাতা শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরী, মরহুম আনোয়ার জাহীদ, শহীদ আব্দুল কাদের মোল্লার দেওয়া দিকনির্শনা অনেকাংশে বাস্তবায়নে বাঁধাগ্রস্ত হয়েছে। আরও বলেন শহীদ জিয়া গণমাধ্যমকে সমাজের আয়না হিসাবে দেখতেন। এই কারণেই আমরা তার জন্মদিন পালন করে থাকি। তিনি বলেন জাতিয় ঐক্য সুদৃঢ় করতে বিআরজেএ কারো সাথে আপোষ করবে না। তিনি বলেন মফস্বল থেকে চার বছরের অধিক সময় প্রকাশ হয়েছে তা মিডিয়া ভুক্ত করা,মিডিয়া বন্ধ করে দেওয়া মিডিয়ার বন্ধ আদেশ প্রত্যাহার,বেকার সাংবাদিকদের ভাতা প্রদান, মিডিয়া ভুক্ত সকল মিডিয়ার বিজ্ঞাপনের রেট অনুযায়ী বেতন-ভাতাদি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দফতর গুলোর প্রতি কঠোর হওয়ার আহবান জানায়। পাশাপাশি সকল সাংবাদিক এর নিরাপত্তার ব্যাবস্হা করার আহবান জানায়। আলোচানা শেষে দোয়া করা হয়।