নিজস্ব প্রতিনিধিঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্যে বিদেশে যাওয়ায় দোয়া- প্রার্থনা করেন বিআরজেএ।বাংলাদেশ মফস্বল সাংবাদিকএ্যাসোসিয়েশন(বিআরজেএ)কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শুরুর আগে বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা বিশিষ্ট চাটারএ্যাকাউন্ট এ,কে,এম,আমিনুল হক(আবুল খায়ের)বলেন গণমাধ্যম কর্মীরা জাতির বিবেক। আপনারা জানেন যে পরিবার নিজের চাইতে জনগনের কল্যানে আপোষহীন হওয়া ক্লাপনিক মামলায় কারগারে নিয়ে হত্যার চেষ্টা করে। মহান আল্লাহপাক দয়ায় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া,তারেক রহমান সহ দেশপ্রেমিকরা আজ কিছুটা স্বাভাবিক। গত ১৬বছর যারা ফ্যাসিষ্ট বিরোধী হওয়া নির্যাতন জুলুম নিপীড়ন সহ্য করেছে তাদের মধ্যে বিভেদ বা অনঐক্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে আধিপত্যবাদ চক্র। তিনি বলেন দেশপ্রেমিকদের মধ্যে অনঐক্য সৃষ্টিতে না না প্রকার চক্রান্ত চলছে। আপনারা সাংবাদিক সমাজের বিবেক আপনাদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন আমরা সকলে মিলে বিশ্বভুমন্ডলের এর মালিকের কাছে উন্নত চিকিৎসা শেষ দ্রুত আমাদের মাঝে নিয়ে আসবেন।তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার পরিবার সহ দেশপ্রেমিকদের নিরাপত্তা আর ঐক্যবদ্ধ রেখে আধিপত্যবাদের সকল কৌশল পদদলিত করবেন। বিআরজেএ চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী বলেন দেশনেত্রী শহীদ সাল্লাউদ্দিন কাদের চৌধুরী, আনোয়ার জাহিদ ও শহীদ আব্দুল কাদের মোল্লাহ এই সংগঠন প্রতিষ্টা করেন। আজকে এই সংগঠন গত ১৬ বছর রাজপথে ছিলো।তিনি বলেন ইনশাআল্লাহ জনগন আর ঐক্যের পক্ষেই থাকবে। তিনি বলেন আসুন তালার কাছে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহপাক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্হতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শেখ মোঃ বদরুল ইসলাম,ফাহিম আল নুর, এ্যাডঃসারাবান তহুরা, মোঃরুহুল আমীন,নাজমুস সাকিব,বেলাল উদ্দিন আহাম্মেদ, মোঃসাইফুল ইসলাম খান,মঈনুল হক, প্রমুখ।