মঞ্জুর: প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিঃ গতকাল মঙ্গলবার ১৬ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২য় তলায় প্রজেক্ট টুমরো এর জুলাই প্রোটেস্ট এ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিঃ ফাউন্ডার ও সিইও (CEO) এস.কে.এম শরিফুল আলম। আরও উপস্থিত ছিলেন, ফাইয়াজ জামান, আমিরুল ইসলাম বকুল, নকিব আব্দুল্লাহ, জাকারিয়া প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে এস.কে.এম শরিফুল আলম বলেন, ছাত্র জনতার রক্তে ভেজা গণঅভ্যুত্থান “জুলাই বিপ্লব” কে চির অম্লান করে রাখার আঙ্গিকে প্রজেক্ট টুমরো নিজেস্ব প্রয়াসে “জুলাই প্রোটেস্ট” নামক ওয়েব এপ্লিকেশন এবং মোবাইল এ্যাপ সর্বসাধারনের জন্য ডেভেলপ করেছে। এই সিঙ্গেল প্লাটফর্ম আন্দোলনের তীব্রতম সময়ের খবরাখবর, শহীদের সংখ্যা, ভিডিও, বিপ্লবী ছবি, এবং বিজয় পরবর্তী নতুন দেশ গড়ার অদম্য প্রত্যয়ে সারা শহরে যুব সমাজের রাঙিয়ে দেয়া অসংখ্য গ্রাফিতি প্রজেক্ট টুমরো সাধ্যমত সংগ্রহ ও সংযোজোন করেছে। প্রাথমিক পর্যায়ে আমরা উল্লেখযোগ্য সংবাদমাধ্যম,, ইউটিউব, ও ফেইসবুককে তথ্যের উৎস হিসেবে গ্রহণ করেছি । গুগুল প্লে ষ্টোরে মোবাইল অ্যাপ এ্যাভেল এবেল আছে এবং অতিসত্তর অ্যাপ স্টোরেও এই মোবাইল এ্যাপ পাওয়া যাবে। তিনি সকলকে উদত্ত আহ্ববান জানান আপনাদের সংগ্রহে থাকা জুলাই বিপ্লবের ছবি, গ্রাফিতি, ভিডিও এবং গুরুত্বপূর্ন খবরের লিংক “জুলাই প্রটেস্টে ” আপলোড করে এ প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে জুলাই বিপ্লবের চিত্র পৌঁছে দিতে সাহায্য করুন, যাতে করে আমাদের জুলাই অভুত্থান বিশ্বের সকল স্বৈরাচারের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের আলোকবর্তিকা হয়ে প্রেরণা যোগায়। প্রজেক্ট টুমরোর পক্ষ থেকে জুলাই অভুত্থানের সকল শহীদ ও আহতদের প্রতি স্বশ্রদ্ধ সালাম। উল্লেখ্য প্রজেক্ট টুমরো ২০২২ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি দ্রুত উদীয়মান সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি যারা ইতোমধ্যে ২১ টি এন্টারপ্রাইস সফটওয়্যার প্রস্তুত করেছে ইতোমধ্যে এবং আরো ১৩টি সফটওয়্যার ডেভেলপমেন্ট করছে বিভিন্ন পর্যায়ে। প্রজেক্ট টুমরো মূলত: রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোকাসড সফটওয়্যার কোম্পানি যারা এ আই, আই ও টি, বায়োমেট্রিক ইত্যাদি টেকনোলজি নিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে থাকে। প্রজেক্ট টুমরো দেশীয় ফিনান্সিয়াল, নন ফিনান্সিয়াল, হসপিটাল সহ অন্যান্য কোম্পানির জন্য কাস্টমাইড সফটওয়্যার ডেভেলপ করছে যাতে করে রিয়েল লাইফ প্রব্লেম এর সল্যুশন হয়। তারা ইতোমধ্যে দেশীয় মার্কেটের পাশাপাশি অস্ট্রেলিয়া, আমেরিকা, মরক্কো, মধুপ্রাচ্যে তাদের প্রস্তুতকৃত সফটওয়্যার সেল করার জন্য প্রচেষ্টা শুরু করেছে এবং এতদ দেশ সমূহ থেকে উল্লেখযোগ্য সাড়া পাবে বলে আশা করেন।