নিজস্ব প্রতিনিধিঃ ১০ অক্টোবর, বৃহস্পতিবার বিকাল ৪টায় পল্টনস্থ হোটেল জিএফসি রেস্তোরায় বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী মিঠু, তোফায়েল হোসেন মৃধা প্রমুখ। উক্ত সভায় সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিগত দিনে আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে অংশগ্রহণ করে সক্রিয় ভূমিকা রাখায় ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর হোসেন কে সভাপতি ও মোঃ মুসা ফরাজী কে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণের ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জহির উদ্দিন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম বাচ্চু, মোঃ আলী আপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ মিজান, আরিফ হোসেন বারেক, সৈয়দ মিলন, মেহেদী হাসান, রাফিউল ইসলাম, মোঃ ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল হাসান রিয়াজ, প্রচার সম্পাদক আকবর হোসেন।