নিজস্ব প্রতিনিধিঃ বর্ষিয়ান রাজনৈতিক সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সদস্য সচিব ড. আবু ইউসফু সেলিম সংবাদপত্রে প্রকাশের জন্য এক যুক্ত বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তারা বলেন, ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরী মওলানা আবদুল হামিদ খান ভাসানীর চিকিৎসক হিসেবে মজলুম নেতার স্নেহধন্য ছিলেন। সুস্থ থাকাকালীন তিনি ভাসানী অনুসারী পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে নতুন প্রজন্মকে মওলানা ভাসানীর আদর্শ অনুসরণে উদ্বুদ্ধ করে বক্তব্য রাখতেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ এবং বিনয়ী ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে যে শূন্য সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে গভীর শোকাহত, আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।