জাতীয় প্রেস ক্লাবের আঙ্গিনায় প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ব প্রবীণ দিবস ২০২৪ উপলক্ষে পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একে এম করম আলী, অনুষ্ঠান সঞ্চালনা ও মূল প্রবন্ধ পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধ খোরশেদ আলম, জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসলাম ইকবাল, সিনিয়র সদস্য আলম হোসেন, আতিকুর ইসলাম, হাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, বিমল মালাকার, অনিমেশ ভট্টাচার্য, জাহাঙ্গীর হাবিবুল্লাহ, একাব্বর আলী, মশিউর রহমান, নাজিম উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের সুরক্ষা, তাদের জন্য মাসিক ২০ হাজার টাকা ভাতা এটা এখন সময়ের দাবি। মাননীয় প্রধান উপদেষ্ঠা ড.মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি প্রবীণ সাংবাদিকদের ২০ হাজার টাকা ভাতা প্রদান করে তাদের চিকিৎসা ও বেঁচে থাকতে পারে সে ব্যবস্থা করবেন বলে আশাবাদী।