নিজস্ব প্রতিনিধিঃ২৫ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৬১ পুরানা পল্টন, আই এফ আই সি, টাওয়ারের সামনে সকাল ৮.০০ থেকে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা সরকারের সময় বেসরকারি শিল্প উপদেষ্টা, ব্যাংক ও শেয়ার বাজার লুটেরা সালমান এফ রহমান এর সহযোগী দুর্নীতিবাজ টাকা পাচারকারী আই এফ আইসি ব্যাংকের সাবেক এমডি, শাহ এ সারোয়ার ও তার সহযোগী দোসর এএমডি হাসনাত আব্দুল্লাহ, ডিএমডি রফিকুল ইসলাম, ডিএমডি মনিতুর, ডিএমডি দিলীপ কুমার মন্ডল ও ডিএমডি হেড অফ এইচআর ননব্যাংকার (IFIC আয়নাঘরের প্রবর্তক) বিগ্রেডিয়ার K.A.R মোস্তফা কামাল ও অন্যায় আদেশ বাস্তবায়নে রূপদানকারি সোহেল মাহমুদ জাহিদুজ্জামান গং দের বিচারের দাবি জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অমান্য করে কর্মকর্তাদের অন্যায় ও বেআইনিভাবে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়। যার ফলে বাংলাদেশ ব্যাংক ৩১/১২/২০২১ ইং তারিখে অডিট করে মোট ৫২৮ জন কে চাকরিচ্যুত করার ঘটনার সভ্যতা প্রমাণিত হয়েছে এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের নির্দেশনা দেয়া হয়। কিন্তু সালমান এফ রহমান ও শাহ আলম সারোয়ার, বাংলাদেশ ব্যাংকের কোন নির্দেশনার তোয়াক্কা করেনি। উল্লেখিত দুষ্টচক্র তাদের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে আমাদেরকে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে এইচ আর এ এটাচড করে আটকে রেখে, আয়না করে নিয়ে অন্যায়ভাবে জোরপূর্বক চাকরিচ্যুত করে।
আমরা দীর্ঘদিন আন্দোলন করে যখন তাদের সাথে পারছিলাম না, তখন আল্লাহর অশেষ রহমতে ৫ই আগস্ট ২০২৪ ইং হাসিনা সরকারের পতন হলে, সকল বকেয়া ও বেনিফিট সহ চাকরি বহালের দাবিতে আমরা সংগঠিত হয়ে পুনরায় ৮ই আগস্ট থেকে আন্দোলন শুরু করি যা এখনো চলমান। তারই ধারাবাহিকতায় গত ১১ই আগস্ট ২০২৪ ইং আন্দোলনের মুখে আই এফ আইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা আবেদনপত্র জমা করার সাপেক্ষে চাকরি ফিরিয়ে দিবেন এবং প্রথম বোর্ড মিটিংয়ে পাশ করে দিবেন। বর্তমান এমডি সাহেবের ঘোষণার পরপরই আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করা হয়। চাকরি পুনর্বহাল করার আবেদন ২৮৩ টি, বেনিফিট ১১৫টি, মৃতদের সন্তানদের চাকরি ৫টি সহ সর্বমোট ৪০৩ জনের আবেদনপত্র জনাব হেলাল আহমেদের (হেড অফ অপারেশন) নেতৃত্বে এইচ আর এম ডিভিশনের প্রতিনিধিদের কাছে জমা দেওয়া হয়, বোর্ড পুনর্গঠিত হয়েছে, কিন্তু আমাদের দাবির উল্লেখযোগ্য কোন অগ্রগতি না হওয়ায়, আমরা আজকের কর্মসূচি ঘোষণা করি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করি।
দাবি সমূহ:-
ক) শাহ আলম সরোয়ারের আমলে চাকরিচ্যুত সকলকে চাকরিতে প্রমোশন ও সকল বেনিফিট সহ বহাল করতে হবে এবং চাকরিরত অবস্থায় আমাদের যার যার ব্রাহ্ম পারফোরমেন্স মূল্যায়ন করতে হবে।
খ) যাদের চাকরি করার বয়স নাই তাদের সম্পূর্ণ বেনিফিট দিতে হবে।
গ) এটাচমেন্ট অবস্থায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বেনিফিট ও সন্তানদের চাকরির ব্যবস্থা করতে হবে। ঘ) সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে এবং সারোয়ারের সহযোগী দোসরদের পদত্যাগ করে বিচারের আওতায় আনতে হবে।
এ সময় সমন্বয়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন ২৬ সেপ্টেম্বর ২০২৪, ব্যাংকের বোর্ড মিটিং তাদের দাবি মেনে না নিলে দুপুর ২.০০ ঘটিকায় সময় থেকে আবারো ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন ঘোষণা দেন তারা ।