নিজস্ব প্রতিনিধিঃ ২১ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় মাসিক ইতিহাস অন্বেষার উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌদুরী হলে “বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিজ্ঞানী ড. আলী আফজাল। বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন যথাক্রমে দিগন্ত মিডিয়া কর্পোরেশন এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও আহছানিয়া মিশনের নির্বাহী কমিটি সদস্য শিব্বির মাহমুদ, ফ্রেন্ডস অব গ্রামীনের সদস্য সচিব (বাংলাদেশ চ্যাপ্টার) রেদওয়ান হোসেন, ডুয়েট এর সাবেক ডীন ড. আবদুল মান্নান, কৃষিবিদ গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ ড. মোঃ আলমগীর এবং হক ভয়েস এর প্রতিষ্ঠাতা কর্ণেল (অবঃ) আবদুল হক।
অনুষ্ঠান পরিচালনা করেন ইতিহাস অন্বেষার সহকারী সম্পাদক জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস অন্বেষার সম্পাদক ও প্রকাশক এস এম নজরুল ইসলাম।
মূল প্রবন্ধে ড. আলী আফজাল প্রথমেই স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য বিপ্লবী ছাত্র যুব জনতাকে অভিনন্দন জানান, আন্দোলনে শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি কৃষিখাতের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক ২৮টি প্রস্তাব পেশ করেন তন্মেধ্যে গুরুত্বপূর্ণ হলো- সরকারকে কৃষিতে বিনিয়োগ করতে শিল্পপতিদের উৎসাহিত করতে হবে এবং ঐতিহ্যবাহী কৃষিকে আধুনিক কৃষি-শিল্প ভিত্তিক কৃষি-খাদ্য ব্যবস্থায় পরিনত করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞবৃন্দ বাংলাদেশের কৃষিখাতের সাফল্য, সম্ভাবনা ও যথাযথ অগ্রগতি না হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে বিশ্লেষন করেন। অন্যান্য বক্তারা কৃষি উন্নয়নে নিজ নিজ অভিজ্ঞতার আালোকে পরামর্শ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে এস এম নজরুল ইসলাম বলেন, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার অনুপস্থিতি, মধ্যস্বত্ত্ব ভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ব দূর করে কৃষি ও কৃষকের উন্নয়নে সুষ্ঠু পরিকল্পনা প্রনয়ন ও যথাযথ বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।