শাহজালালঃ ২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার সকালে ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন হল রুমে বাংলাদেশ মৈত্রী কর আইনজীবী সোসাইটি আয়োজনে, ৭ম ও ৮ম বার্ষিক সাধারন সভা এবং সাধারন সম্পাদকের বার্ষিক প্রতিবেদন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সভায় সভাপতিত্ব করেন, চিত্ত রঞ্জন কর্মকার, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ মৈত্রী কর আইনজীবী সোসাইটি। সঞ্চালনা করেন, সুজয় ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মৈত্রী কর আইনজীবী সোসাইটি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এ্যাড মোঃ মুজিবুর রহমান ভূইয়া সভাপতি ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন, এ্যাড মুনজর হোসেন পাটওয়ারী সাধারণ সম্পাদক ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন, বিধান বিহারী গোস্বামী উপদেষ্টা বাংলাদেশ মৈত্রী কর আইনজীবী সোসাইটি, অধ্যাপক রনজিত কুমার মজুমদার উপদেষ্টা বাংলাদেশ মৈত্রী কর আইনজীবী সোসাইটি, পার্থ সারথী উপদেষ্টা বাংলাদেশ মৈত্রী কর আইনজীবী সোসাইটি, এ্যাড মোঃ আব্দুল মতিন, এ্যাড উৎপল সাহা, এ্যাড মিলন সাহা, এ্যাড নিত্য রঞ্জন দাস, গোবিন্দ পদ পরমান সহ বাংলাদেশ মৈত্রী কর আইনজীবী সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা ট্যাক্স বার এসোসিয়েশন, ঢাকা বার এ্যাসোসিয়েশন ও হাইকোর্ট বার এ্যাসোসিয়েশন অর্থাৎ আইন অঙ্গনের হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান সম্প্রদায়ের সকল আইনজীবীগনকে ঐক্যবদ্ধ করিয়া একটি শক্তিশালি ও অসম্প্রদায়িক এই সোসাইটির নিবন্ধিত সদস্য হয়ে এক ছায়াতলে দাড়িয়ে সমন্বিত প্রচেষ্টায় সমাজে ও দেশের জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করি। আপনাদের আন্তরিক ও আর্থিক সহযোগিতায় এই সংগঠন সারা বাংলাদেশে একটি বিশাল স্থান দখল ও সম্মান অর্জন করবে বলে আমি মনে প্রানে বিশ্বাস করি।
বাংলাদেশ মৈত্রী কর আইনজীবী সোসাইটি গত প্রায় ২ বৎসর আশানুরুপ কোন কাজ করতে না পারলেও আগামীতে অবস্থা অনুকূলে থাকলে পুর্বের ন্যায় আরো গঠনমুলক কাজ করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করার জন্য প্রস্তাব করছি:
> গত বৎসরের ভুলত্রুটিগুলো আগামীতে সংশোধন করা।
> অত্র সোসাইটিভুক্ত সদস্যদেরকে আজীবন সদস্য করা।
> সদস্যদের ভবিষ্যতে পরোলোকগত নমিনীদেরকে এককালীন কিছু অর্থ প্রদানের ব্যবস্থা করা।
> সকল জাতীয় অনুষ্ঠানগুলি উদ্যাপন করা।
> ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী এবারের মতো আগামীতে যদি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সহায় হন, তবে জাকজমকপূর্ণ ভাবে পালন করা।
> সোসাইটির সকল সদস্যদের নাম ঠিকানা, ফোন নম্বর, ছবি সহ ডিরেক্টরী প্রকাশ করা, আইন অঙ্গনের গুনীজনদের ও মেধাবী সন্তানদের সম্মাননা প্রদানের ব্যবস্থা করা।
> সোসাইটির অধিকাংশ সদস্যই আয়কর আইনজীবী বিধায় জাতীয় বাজেট পরবর্তী বাজেট সারসংক্ষেপ প্রকাশ করা।
> আয়কর আইনে ও পরিপত্রের আইনী জটিলতা নিয়ে পেশাগত মান উন্নয়নের লক্ষে দিনব্যাপি প্রশিক্ষণের ব্যবস্থা করা।
> সোসাইটিতে আর্থিক অনুদান প্রদানকারীগণকে সম্মানিত পৃষ্টপোষক ঘোষনা করা। অত্র অনুদানের অর্থ কেবলমাত্র সোসাইটির স্থায়ী অফিস ভবন/ ফ্যাট (বানিজ্যিক) ক্রয়ের নিমিত্তে ব্যয় করা।
> কাজের ফাঁকে দেশে ও বিদেশে আনন্দ ভ্রমন ও মঠ, মন্দির পরিক্রম/ভ্রমনের ব্যবস্থা করা।
বাংলাদেশ মৈত্রী কর আইনজীবী সোসাইটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি অরাজনৈতিক সংগঠন। সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য সংবিধানে উল্লেখিত বিধায় সংবিধান সম্মুন্নত রাখার জন্য আমরা সকল সদস্য দায়বদ্ধ।