রিপোর্টারঃ- শাহজালাল (রাসেল)ঃ ২৬ আগস্ট, ২০২৪ইং সকাল ১০ ঘটিকা জাতীয় প্রেসক্লাব ঢাকা এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিউল আলম সিকদার সংবাদ সম্মেলন মাধ্যমে তার একান্ত ব্যক্তিগত দাবী তুলে ধরেন।
দাবী সমূহঃ-
১। ১৯৭১ সালের শত্রু সম্পদ যা গনিমত হিসাবে পরিচিত, যা পবিত্র কোরআনে সূরা আনফাল এ ১ নং ৪১ নং আয়াতে বর্ণনা করা হয়েছে। সেই হিসাবে গণিমত ও মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্টের আওতায় যা আছে এবং যা বিক্রয় হয়েছে সব ফিরিয়ে দিতে হবে। সেই সম্পদ মুক্তিযোদ্ধাদের মাঝে সমান ভাবে বন্ঠন করে দিতে হবে।
২। আর যদি তা দিতে না পারে মুক্তিযুদ্ধাদের ভাতা বা পেনশন ও রেশনসহ মুক্তিযোদ্ধা পরিবার ছেলে নাতিসহ পেতে থাকবে। কেননা মুক্তিযোদ্ধাদের সম্পদ রাষ্ট্রের অধিকারে রয়েছে। যা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নামে পরিচিত।
৩। ১৯৯৪ সালে গোয়েন্দা বাহিনী কর্তৃক প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার তালিকা করা হয়েছে তা ৩০ বছর কেন প্রকাশ করা হলো না। অনতিবিলম্বে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়, জামুকা, মুক্তিযোদ্ধা সংসদকে জাতীয় পত্রিকায় প্রকাশের অনুরোধ করা যাচ্ছে।
৪। বীর মুক্তিযোদ্ধাদের সকল উপাধি প্রতাহার করা দাবী জানাচ্ছি। কেননা সাধারণ মুক্তিযোদ্ধাদের অবহেলা করা হয়েছে। যা নীতি বর্হিভুত কাজ বলে গণ্য করা যায়।
মুক্তিযোদ্ধার বিস্তারিত তথ্যঃ-
মুক্তিযোদ্ধার নম্বরঃ ০১২৬০০০৫০৩২
মুক্তিযোদ্ধার সমর্থনে প্রমাণক / তথ্যঃ- মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকাঃ- ২১৩৮৫
নামঃ মোঃ বদিউল আলম সিকদার
পিতার নামঃ মনিরুজ্জামান সিকদার
মাতার নামঃ আছমা খাতুন
গ্রামঃ রাজানগর
ডাকঘরঃ ঠান্ডাছড়ি
উপজেলাঃ রাঙ্গুনিয়া
জেলাঃ চট্টগ্রাম