নিজস্ব প্রতিনিধিঃ আজ দুপুর একটায় গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে গণফোরামে একটি প্রতিনিধি দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে যান। এসময় সুব্রত চৌধুরী বলেন, খুনি হাসিনা দেশে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে। দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করেছে। আজ ঢাকা মেডিকেলে এসে যে চিত্র দেখলাম তা অত্যন্ত বেদনাদায়ক। পরে তিনি সকল আহতদের উন্নত চিকিৎসার দাবি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের সাথে সাক্ষাৎ করেন এবং আহতদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
তিনি আরও বলেন, শহীদদের সঠিক তালিকা করে জাতীয় বীরের মর্যাদা এবং আহতদের দ্রুত উন্নত চিকিৎসার সব খরচ সরকারকে বহন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র সম্পাদক মো. সানজিদ রহমান শুভ, কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াদ হোসেন, শাকিল আহম্মেদ প্রমুখ।