কক্সবাজার প্রতিনিধিঃ প্রায় ২ সপ্তাহ পরে নিরাপদে কর্মস্থলে ফিরতে পেরে উচ্ছ্বাসিত কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ সদস্যরা। বুধবার ( ১৩ আগস্ট) বিকেল ৪টা থেকে কক্সবাজারের লাবনী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলী বীচসহ গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন শুরু করেন ট্যুরিস্ট পুলিশ সদস্যরা। শৃঙ্খলার সঙ্গে পর্যটন স্পট মানুষের চলাচল নিশ্চিত করেছেন তারা।
তবে কক্সবাজার সমুদ্র সৈকতে হোটেল মোটেল জুনে নিরাপত্তায় নিয়োজিত ছাত্র-জনতা ব্যাবসায়ীরা কাজ করে যাচ্ছে। ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের চেইন অব কমান্ড পুরোপুরি ভেঙ্গে পড়ে। কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন স্থানের থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে আহত ও নিহত হন পুলিশের অনেক সদস্য। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় কর্মস্থলে ফিরতে অনিহা ছিল পুলিশ সদস্যের। এতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভেঙ্গে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে কক্সবাজার সমুদ্র সৈকতে ট্যুরিস্ট পুলিশ সদস্যদের নিরাপত্তার আশ্বাস দিয়ে কর্মস্থলে ফিরতে নির্দেশ দিলেন এডিশনাল আইজি। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনজুর মোরশেদ জানান কক্সবাজারের পর্যটকদের নিরাপত্তায় আমরা সর্বদা প্রস্তুত, বিভিন্ন পয়েন্টে আগের মত কাজ করে যাবেন। আমাদের অনুপস্থিতিতে চুরি ছিনতাইকারী বেড়ে গেছে , আস্তে আস্তে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি আরো বলেন বিভিন্ন হোটেল মোটেল জোনে চুরি ছিনতাই হয়েছে মালিক পক্ষ মামলা করলে ব্যাবস্থা নেওয়া হবে। এসময় দেখা যায় বিচ ব্যবসায়ী ট্যুরিস্ট পুলিশদের ফুল দিয়ে বরণ করতে, পরে ট্যুরিস্ট পুলিশরাও আগত পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নেয়। ব্যবসায়ী নেতারা বলেন আমাদের কক্সবাজার এখন পুরোপুরি শান্ত পর্যটকদের বরণে আমরা প্রস্তুত।