নিজস্ব প্রতিনিধিঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বঙ্গভবনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এ সরকারের বাকি সদস্যদের নাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত ওই সরকার দায়িত্ব পালন করবে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান।
ড. মুহাম্মদ ইউনূস সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার, অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের নেতা হিসাবে সারা বিশ্বে পরিচিত। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তনের জন্য ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
তিনি বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মান পেয়েছেন। ২০১২ সালে স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন। এই পদে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন। তিনি তার অর্থনৈতিক কাজের ওপর ভিত্তি করে বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন। ইউনূস ১৯৯৮ থেকে ২০২১ সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রমকে সমর্থনকারী জনহিতকর সংস্থা ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেন।
১৯৭৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ড. ইউনূস জাতীয় ও আন্তর্জাতিকসহ ১৪৫টি পুরস্কার অর্জন করেন।
নেতৃবৃন্দ আশা করেন, তার অধীনে এই অন্তবর্তীকালীন সরকার, দেশের পরিস্থিতি স্বাভাবিক করে, সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবারও দেশে গনতন্ত্রের ধারা প্রতিষ্ঠিত হবে।