ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট, রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদ, গণপরিষদ আন্দোলন ও পথ ভাসানী’র যৌথ বিবৃতি প্রদান :
————————————————————————————————————
নিজস্ব প্রতিনিধিঃ ৭ আগষ্ট বিকেল সাড়ে তিন ঘটিকায় ২৭/১১/১-এ তোপখানা রোডস্থ অস্থায়ী কার্যালয়ে মোঃ আমীর আলী হাওলাদার এর সভাপতিত্ব, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক এবং ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন—এর প্রধান সমন্বয়কারী সৈয়দ হারুন-অর-রশীদ পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকার গঠন করার আহ্বান জানানো হয়।
যৌথ বিবৃতিতে বলেন, সর্বদলীয় সরকারের অধীনে আগামী ৬ মাসের মধ্যে গণপরিষদ নির্বাচন বা সংবিধান সভার নির্বাচন করে সংবিধান সংস্কারের মাধ্যমে নতুন সংবিধানের আলোকে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে এবং এই নির্বাচনের পরিবেশ তৈরি করতে তিন মাস কেন তিন বছর অপেক্ষা করতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ আইনের ৯০ বি ধারা বাতিলসহ স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের অগ্রিম স্বাক্ষর, সংবিধান ও গণতন্ত্র বিরোধী কালা-কানুন বাতিল করতে হবে।
রাজনৈতিক দলের নিবন্ধনের নামে মার্কা বাণিজ্যের বিপরীতে ” দল/ জোট ভিত্তিক প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার ” গঠন করাসহ আইন বিভাগ, প্রশাসন বিভাগ, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। দুর্নীতি বা পাচারকৃত টাকা ফেরত আনার জন্য আইন প্রনয়ণ করা, যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে, তাদের বিচার করা, যারা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে তাদেরও বিচার করা, যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতি স্তম্ভ তৈরি করা।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ১৪ দলের বাইরে সকল আন্দোলনরত শিক্ষার্থী, ছাত্র — জনতার প্রতিনিধি, কৃষক — শ্রমিক প্রতিনিধি, সংস্কৃতি সংগঠনের প্রতিনিধি, সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকার গঠন করার জোর দাবি জানানো হয়।
এই ক্ষেত্রে যৌথ সভায় সর্বসম্মতিক্রমে অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকারের প্রধান কে হবেন এবং কাঠামো কেমন হবে তা নিয়ে বিস্তর আলোচনা করা হয়, রাষ্ট্রপতি উদ্যোগ গ্রহণ করলে আমরা অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকারের প্রধান সহ ২১ সদস্য বিশিষ্ট তালিকা দিতে প্রস্তুত। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সমাজ ও রাষ্ট্রচিন্তক সর্বজনীন গণতন্ত্রের প্রবক্তা, রেনেসাঁস সাধক সর্বজনাব অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে ‘অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকারের প্রধান করে একটি গ্রহণযোগ্য “অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকার” গঠন করার জোর দাবি জানানো হয়।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর প্রদান করেন যথাক্রমে, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক ও ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন প্রধান সমন্বয়কারী সৈয়দ হারুন —অর—রশীদ, বাংলাদেশের স্বাধীনতা পার্টি ‘ র সভাপতি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের সমন্বয়কারী আঃ গফুর মিয়া,বাংলাদেশের গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক ও রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদের সদস্য সচিব আবদুল মোনেম, জাগপার প্রেসিডিয়াম সদস্য ও পথ ভাসানী’ র সমন্বয়ক আসাদুর রহমান খান, বাংলাদেশের স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের মহাসচিব এ এ এম ফয়েজ হোসেন, ফরওয়ার্ড পার্টির সদস্য সচিব ও অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরী, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোস্তফা কামাল বাদল,বাংলাদেশ বিপ্লবী দলের সভাপতি আমিনুল ইসলাম, গণঅধিকার পার্টি ‘ র চেয়ারম্যান সরদার মোঃ আব্দুস ছাত্তার,জাগ্রত সমাজ ও গণপরিষদ আন্দোলনের সমন্বয়ক মমিনুল ইসলাম, গ্রীণ পার্টি ‘ র চেয়ারম্যান ও গণপরিষদ আন্দোলনের সমন্বয়ক রাজু আহমেদ খান, গরীব পার্টি ‘ র চেয়ারম্যান দিদার হোসেন, সোনার বাংলা পার্টি ‘ র সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সোলায়মান চৌধুরী, বাংলাদেশ সর্বজনীন দলের সভাপতি প্রিন্সিপাল নুর মোহাম্মদ মনির, বৈঠক আহ্বায়ক এডভোকেট হোসেন আলী সরকার, সুদীপ্ত রানী দাস, আবু বকর সিদ্দিকী, আবুল খায়ের, গণপরিষদ আন্দোলনের সমন্বয়ক অলক চৌধুরী, হাফিজুর রহমান, মামুনুর রশীদ প্রমূখ।