নিজস্ব প্রতিনিধিঃ অগ্নিসন্ত্রাস, অরাজকতা, নৈরাজ্য ও হত্যার প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন। অগ্নিসন্ত্রাস, অরাজকতা, নৈরাজ্য ও হত্যার প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ০৩-০৮-২০২৪ইং শনিবার, দুপুর ১২টায় শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। সংগঠন সাধারণ সম্পাদক মোঃ আহসান সিদ্দিকীর উপস্থাপনা ও সভাপতি জাকির হোসেন রাজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি এবিএম শফিউল আলম বুলু, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম খোকন, কাজী আব্দুর রাজ্জাক, ডাঃ অসিত মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম সিকদার, শেখ বাদশা উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক প্রীতম আহমেদ বাবুল, আইন সম্পাদক এড. জাহাঙ্গীর আলম, সহ অর্থ সম্পাদক মোঃ মহসিন মিয়া, কার্যকরী সদস্য মোঃ সিরাজ, অভিনেত্রী জিনিয়া, নায়ক সাহিদ, ঢাকা জেলার সভাপতি এড. মোঃ খোরশেদ আলম, ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি কে এম নাহিদ, কার্যকরী মোঃ নূরনবী ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক মোঃ আব্দুর রহিমসহ অসংখ্য নেতাকর্মী। বক্তারা নিরীহ ও নিরাপদ ছাত্রদের হত্যার নিন্দা জানান এবং ছাত্রদের ন্যায্য দাবী পুরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান এবং কোটা আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড ও হত্যাকারীদের শক্ত হাতে প্রতিহত করার আহবান জানান। নেতারা বঙ্গবন্ধুর সোনার বাংলাকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আওয়ামী লীগের সাথে রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশের ও বহির্বিশ্বের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান করেন। তারা আরো বলেন শেখ হাসিনা নিরাপদ থাকলেই আমরা নিরাপদ। শোকাবহ আগস্ট মাসে জাতির পিতাসহ সকল বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। পরে নেতাকর্মীরা মিছিলসহকারে গুলিস্তানস্থ ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেন।