বাঘাইছরি প্রতিনিধিঃ বোনের বিচার চাইতে গিয়ে রাজ পথে আত্মবলিদানকারী জাতির বীর সন্তান শহীদ রূপন ও গুমের শিকার সমর বিজয়-সুকেশ-মনতোষকে স্মরণ করেছে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে আপোষহীন তিন গণসংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম আর ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) বাঘাইছড়ি উপজেলা শাখা ও এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (২৭ জুন ২০২৪) রাঙামাটির বাঘাইছড়িতে শহীদ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গলতলী, বাঘাইহাট, মাচলং পৃথক তিন স্থানে স্মরণ সভা, আলোচনা সভার মধ্যে দিয়ে জাতির বীরদের স্মরণ করা হয়।
শহীদ রূপন, সমর বিজয়-সুকেশ-মনতোষ চাকমা ১৯৯৬ সালে ১২ জুন লে. ফেরদৌস গং কর্তৃক হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে অপহরণের বিচার চাইতে গিয়ে ২৭ জুন রাষ্ট্রীয় বাহিনী এবং সেটলার বাঙালি কর্তৃক শহীদ ও গুম হন।
বঙ্গলতলীতে স্মরণসভা: “শহীদের রক্তবীজ থেকে জন্ম নেবে হাজারো বিপ্লবী, আমরা হবো তাদের উত্তরসূরী” এই শ্লোগানে শহীদ রূপনের আত্মবলিদান ও সমর বিজয়-সুকেশ-মনতোষ গুমের ২৮তম বার্ষিকীতে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলীতে স্মরণসভা করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম বাঘাইছড়ি উপজেলা শাখা।
হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নন্দা চাকমার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পরান সোনা চাকমার সঞ্চালনা অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা সংগঠক চন্দন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক কিরন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি বীর চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি অর্চনা চাকমা, হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অর্কি চাকমা ও বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জোতি চাকমা।
স্মরণসভায় বক্তারা বলেন, ১৯৯৬ সালে ১২ জুন লে. ফেরদৌস গং কর্তৃক হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে অপহরণে বিচারের দাবিতে সে বছর ২৭ জুন বাঘাইছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ পালন করতে গিয়ে রাষ্ট্রীয় বাহিনী এবং সেটলার বাঙালি কর্তৃক শহীদ হন রূপন চাকমা ও গুমের শিকা রহন সমর বিজয়-সুকেশ-মনতোষ চাকমা। আজ ২৮ বছর পূর্ণ হলেও তাদের হত্যাকারীদের বিচার করা হয়নি। কল্পনা চাকমা অপহরণের মামলাও আদালত খারিজ করে দেওয়া হয়ছে।
তারা বলেন, শহীদ রূপন চাকমা মাত্র ১৬ বছর বয়সে নিজের বোনের বিচার চেয়ে শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে সাহসী ও বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা শহীদ রূপনসহ সকল বীর শহীদদের উত্তরসূরী হতে চাই। জাতি, সমাজ পরিবর্তনের লক্ষ্যে বীরত্বপূর্ণ সাহসী ভূমিকা পালন করে অবদান রাখবো।
স্মরণ সভায় বক্তারা বাঘাইছড়ি পরিস্থিতি তুলে ধরে বলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করতে রাষ্ট্রীয় বাহিনীর মদদে বাঘাইহাটে ঠ্যাঙাড়ে বাহিনী আনা হয়েছিল। তাদেরকে লেলিয়ে দিয়ে জনগণের ওপর নির্যাতন-অত্যাচার করা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে বাঘাইহাট এলাকার জনগণ প্রতিবাদ-প্রতিরোধ করলে ঠ্যাঙড়ে সন্ত্রাসীদের গুলিতে খুন হন নাঈম নামে শান্তি গাড়ির এক বাঙ্গালী শ্রমিক ও আহত হন ১৩ জন। সেনা-ঠ্যাঙাড়েদের এই অপকর্ম ঢাকতেই প্রকৃত অপরাধীদের আড়াল করে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নামে মামলা করা হয়েছে। আমরা প্রশাসনের এই ঘৃণ্য কার্যকলাপকে নিন্দা জানাই। এছাড়াও গত ২৬ জুন ২০২৪ বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্ণেল মো. খাইরুল আমিন-এর নেতৃত্বে যৌথ বাহিনী সদস্যরা সাজেক মাজলং ভূঁছড়ি এলাকায় অপারেশন পরিচালনা করছে, যা খুবই নিন্দনীয় বলে তারা মন্তব্য করেন।
স্মরণ সভা থেকে বক্তারা, শহীদ রূপন হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং গুম হওয়া ব্যক্তি সমর বিজয়, সুকেশ, মনতোষের সন্ধানসহ অবিলম্বে কল্পনা চাকমা চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস গংদের বিচারের দাবি জানান।
বাঘাইহাট : একই শ্লোগানে সাজেকের বাঘাইহাটে স্মরণ সভা করেছে তিন সংগঠন। পিসিপি বাঘাইছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক ইয়াশা চাকমার সভাপতিত্বে ও সদস্য দয়াল ময় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপিডিএফ সংগঠক রুপেশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি বিশাখা চাকমা, ডিওয়াইএফ সাজেক থানা কমিটির সভাপতি নিউটন চাকমা।
মাচলং : শহীদ রূপনের আত্মবলিদান ও সমর বিজয়-সুকেশ-মনতোষ গুমের ২৮তম বার্ষিকীতে সাজেকের মাচলংয়েও স্মরণ সভা করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম ।
স্মরণসভায় হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি জোতি বালা চাকমার সভাপতিত্বে ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পঞ্চবালা চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিসিপি বাঘাইছড়ি উপজেলা কমিটির সহ সাধারণ সম্পাদক বিজ্ঞান চাকমা প্রমুখ।
এছাড়াও বাঘাইছড়ি রুপকারী উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ রূপন-সমর বিজয়-সুকেশ-মনতোষের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন শহীদ পরিবারবর্গ ও এলাকাবাসী।
আজ সকাল ৭টায় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সম্মান জানান শহীদ রূপনের পিতা হিরঙ্গ চাকমা, মনতোষ চাকমার ছোট ভাই অঙ্গদ চাকমা, এলাকাবাসীর পক্ষে সোনা মুনি চাকমা, প্রীতি কুসুম চাকমা প্রমুখ।