নিজস্ব প্রতিনিধিঃ ১০ জুন,সোমবার মৌলভীবাজার জেল থেকে কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক সুরমান আহমদ ও যুব দল কুলাউড়া সদর ইউনিয়নের আহ্বায়ক রাহেল মিয়া মুক্তি পেয়েছেন।হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে গত ২৬ মে উক্ত নেতৃবৃন্দ মৌলভীবাজারের দায়রা আদালতে আত্মসমর্পণ করলে তাদেরকে জামিন না দিয়ে জেলে প্রেরণ করা হয়। অতঃপর হাই কোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি মোঃ খায়রুল আলম এর বেন্চ জামিন মন্জুর করলে তারা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
হাই কোর্টে মামলা পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এড আবেদ রাজা। মৌলভীবাজার কোর্টে মামলা পরিচালনা করেন এড মোঃ নেপুর মিয়া।
এক প্রতিক্রিয়ায় আবেদ রাজা বলেন, রাজনৈতিক মামলায় হাই কোর্ট আগাম জামিন মন্জুর করার পর জামিনের অপব্যবহার না করা স্বত্বেও নিম্ন আদালতের জামিন না মন্জুর করাটা দুঃখজনক। তিনি বলেন, জিয়া-খালেদা-তারেকের সৈনিকরা জেল-জুলুমকে ভয় পায় না। তাঁরা বর্তমান ফ্যাসিবাদী সরকারকে পরাস্ত করবেই।