আসলাম ইকবালঃ টেলিভিশন মিডিয়ার উজ্জল নক্ষত্র ছিলেন প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদি। জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারী মৃত্যু বরণ করেছেন এই তারকা শিল্পী। অভিনয় জগতের উজ্জল নক্ষত্র ছিলেন হুমায়ুন ফরীদি ও আফজাল হোসেন। অভিনয় ও ব্যক্তি জীবনে দুজনের ছিলো গভীর বন্ধুত্ব। এই দুই তারকা গ্রুপ থিয়েটার ‘ঢাকা থিয়েটার’-এর সদস্য ছিলেন। সেখানেই তাদের বন্ধুত্ব গড়ে উঠে। পত্র পত্রিকায় বিভিন্ন সময়ে বন্ধুর প্রতি স্মৃতি চারণ বক্তব্য প্রদান করেছেন আফজাল হোসেন।
গত বুধবার ২৯ মে ছিলো প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির জন্ম বার্ষিকী। জন্মবার্ষিকী উপলক্ষ্যে হুমায়ুন ফরীদির স্মরনে এক স্মরণ সভার আয়োজন করেছিলেন। চ্যানেল আই ভবনের ছাদ বারান্দায় সন্ধ্যা ৭টায় আফসানা মিমির উপস্থাপনায় এক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেন চ্যানেল আই। হুমায়ুন ফরীদির স্মরণে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ইতিহাস সৃষ্টি করেছেন। ফরীদির স্মরনে ৬০ জন বিশিস্ট সাংস্কৃতিক ব্যক্তি স্মৃতি চারণ মুলক লেখা সম্বলিত সুদৃশ্য বই প্রকাশ করেছেন।
উক্ত প্রকাশনা উৎসবে স্মৃতিচারণ করেনÑ অভিনেতা নির্দেশক মামুনুর রশীদ, নাট্যকার ও নির্দেশক আক্তার ফেরদৌস রানা, নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ, চলচ্চিত্র পযোজক হাবিবুর রহমান খান, চলচ্চিত্রকার মতিন রহমান, বিটিভির সাবেক ডিজি হারুন-অর-রশিদ, নির্দেশক সালাউদ্দিন লাভলু, অীভনেতা ঝুনা চৌধুরী, অভিনেতা দিল মোঃ দিলু, রশীদ হারুন, বইটির সম্পাদক আহমেদ রেজাউর রহমান ও অনুষ্ঠানের সভাপতি ফরিদুর রেজা সাগর। বইটির প্রচ্ছদ রচনা করেছেন ফরীদির পরম বন্ধু আরেক অভিনেতা আর্টিষ্ট আফজাল হোসেন। আহমেদ রেজাউর রহমানের সম্পাদনায় ‘সাধারণ এক অসাধারন’ নামের বইটির মোড়ক উন্মোচন করা হয়।
ফরিদুর রেজা সাগর বলেন-ধন্যবাদ জানাচ্ছি আহমেদ রেজাকে ও আফজালকে। আমিরুল অনেক সহযোগিতা করেছে। অভিনয়ের সম্রাট হুমায়ুন, সম্রাট নামে আরেকটি পার্ট হবে। হুমায়ুন আমাদের বন্ধু ছিলো বলে জানান। ছবিঃ মোস্তাফিজ মিন্টু।