ইকবাল হোসেনঃ শনিবার ( ১ জুন) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জুলিও ক্যুরি বঙ্গবন্ধু শিশু কিশোর শান্তি সংসদ এর উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন।
বক্তারা বলেন , আজকে সময় এসেছে নতুন প্রজন্মকে জাতরি পিতা বঙ্গবন্ধু জুলিও ক্যুরি শান্তি পদকে ভূষিত হয়ে বাঙালী জাতিকে বিশ্বের দরবারে একটা উচ্চ আসনে নিয়ে গেছে। তারাই আগামী দিনের ভবিষ্যত, তাদেরকেই জানতে হবে বঙ্গবন্ধু কেন, কি কারনে, বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক জুলিও ক্যুরি পদক পেয়েছিল।জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান বিশ্বশান্তির এক অবিস্মরনীয় দূত। এই অকুতোভর শান্তিকামী মানুষটিকে ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির রাজধানী শান্তিয়াগেতে অনুষ্ঠিত বিশ্বশান্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভায় বাঙালি জাতির মুক্তি আন্দোলন ও বিশ্বশান্তির স্বপক্ষে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও ক্যুরি শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ব শান্তি পরিষদ ১৯৭৩ সালের ২৩ মে জাতির পিতা বঙ্গবন্ধুকে জুলিও ক্যুরি শান্তি পদক ভূষিত করেন। ঐতিহাসিক এ সম্মান মানবতার ইতিহাসে চির অম্লান্ন রাখার লক্ষ্যে জুলিও ক্যুরি বঙ্গবন্ধু শিশু কিশোর শান্তি সংসদ আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক লায়ন মোঃ মাসুম আহমেদ বক্তব্য রাখেন ,আ ব ম ফারুক,আবদুল আউয়াল ভূইয়া,অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, ডা: এসএম এমরান আলী,এ্যাড: পার্থ সারথি চক্রবর্তীও অধ্যক্ষ এম এ মান্নান মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।