মঞ্জুর: বাংলাদেশে বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ এর আয়োজনে ৩১ শে মে, ২০২৪ জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়ামে ১৯তম জাতীয় সাওল হার্ট ও লাইফ স্টাইল সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাইওটেক বাইওসাইন্স (Bio Tech Bio Science) এর ৫টি পণ্য প্রদর্শন করা হয়। যা বিএসটিআই অনুমোদিত। পণ্যগুলো হচ্ছে নিউট্রিলিন মম, ওবিস্লিম সয়াপ্রোট্রিন, নিউট্রিলিন গ্রোআপ বাচ্চাদের জন্য, নিউট্রিলিন ডায়াবেটিক নিউট্রিশন (ডিএম), নিউট্রিলিন ডায়াবেটিক নিউট্রিশন (ডিএম) সয়াপ্রোট্রিন সমৃদ্ধ । বাইওটেক বাইওসাইন্স (Bio Tech Bio Science) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হানিফ, সাভার গেন্ডা, ঢাকা। আরও উপস্থিত ছিলেন বাইওটেক বাইওসাইন্স এর রোকসানা আক্তার, জুই আক্তার। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হানিফ বলেন, দীর্ঘ ৪ বছর ধরে তিনি এ কাজ করছেন।