নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার (২৫ মে) সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করা হয়। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অগ্নিবীণার চেয়ারম্যান নজরুল ভাবুক কবি ও সাংবাদিক এইচ. এম সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হক্কানী খানকা শরীফ (বাহাখাশ) মহাসচিব শাহ্ খায়রুল মোস্তফা বাংলাদেশ তরীকত ফ্রন্ট (বিটিএফ) সভাপতি পীরজাদা মুফতি সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল, সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী কবি শেখ আব্দুল হক চাষী, কবি সাজেদা ডুলু, নজরুল গবেষক অধ্যাপক ড. শহীদ মঞ্জু, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পরিচালক এড. সরদার মোঃ শাহ আলম, নজরুল সংগঠক আতাউল্লাহ খান আতা, কবি তাহেরা খাতুন, বিশিষ্ট সংগঠক মোঃ হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ কবি পরিষদের সভাপতি প্রতিবাদী কবি, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সংগঠক মো. সাহিদুল ইসলাম প্রমুখ।