নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ২৩ মে ২০২৪ সকাল ১০:০০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকায় বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে পরিবহন শিল্প ও শ্রমিকের সমস্যা ও করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন সৈয়দ সুলতান আহমেদ, নির্বাহী পরিচালক, বিল্স, মোস্তফা আলমগীর রতন, উপদেষ্টা, বাংলাদেশ অটোরিক্সা-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন। স্বাগত বক্তব্য রাখেন মোঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অটোরিক্সা-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। এছাড়া আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগরের সভাপতি মুহঃ শাহ আলম, চট্টগ্রাম জেলার মোঃ ফারুক, নাছির উদ্দিন, মৌলভীবাজার জেলার মোঃ সেলিম, সুনামগঞ্জ জেলার মোঃ আল আমিন কালা, বরিশাল বিভাগের নেতা মোঃ মাকসুদুর রহমান, ময়মনসিংহ বিভাগের নেতা মোঃ আলাউদ্দিন প্রমুখ। সভা সঞ্চালনা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জনাব আজিজুল হক সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় শ্রম প্রতিমন্ত্রী বলেন আমি আপনাদেরই লোক। আপনাদের ন্যায্য দাবী দাওয়া অত্যান্ত আন্তরিকতার সাথে বিবেচনা করার আশ^াস দিচ্ছি। আমি ও আমার মন্ত্রণালয় শ্রমিক কল্যাণে সর্বদা নিয়োজিত আছি।
সভায় মে দিবসের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শ্রমিকদের নিয়োগপত্র প্রদানসহ ফেডারেশনের ১০ দফা দাবী মাননীয় শ্রম প্রতিমন্ত্রীর গোচরে আনা হয়। পরিশেষে শ্রম প্রতিমন্ত্রী ১০ দফা দাবী বাস্তবায়নের আশ^াস প্রদান করেন।