নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ মসজিদ ফাউন্ডেশন এবং বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে ২২ মে, বুধবার বিকাল ৫ ঘটিকায় ঢাকার পুরানা পল্টনস্থ মেহেরবা প্লাজায় সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশ্ব নেতা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যান্য আরোহীদের মৃত্যুতে স্মরণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ শিশু মেলা সোসাইটির সভাপতি ডক্টর শহীদুল্লাহ আনসারী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোরআনিক পার্টির চেয়ারম্যান শাহ ওয়ালিউল্লাহ ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক আন্দোলনের নেতা আলহাজ ডঃ শরিফ সাকি, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজু, বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মোখলেছুর রহমান, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান এম আনিসুর রহমান দেশ, বাংলাদেশ বন্ধু সমাজের কেন্দ্রীয় সভাপতি এফ আহমেদ খান রাজিব, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ সোলেমান নোমানী, আলোর দিগন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, দৈনিক ঘোষণা পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. সাহিদুল ইসলাম, জাতীয় স্বাধীনতা পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বাদশাহ উদ্দিন মিন্টু, বীমা কর্মী মোঃআব্দুল আলিম, কবি বিমল সাহা, কণ্ঠশিল্পী আখি আলম, কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা তরিকুল ইসলাম জিহাদী।
সভাপতি তার বক্তব্যে বলেন, ইব্রাহিম রাইসি ছিলেন নির্যাতিত-নীপিড়িত মুসলিম উম্মাহর আশার আলো। তার অবর্তমানে পশ্চিমারা ফিলিস্তিন এবং অন্যান্য রাষ্ট্রের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করবে। এই মুহুর্তে বিশ্ব মুসলিম শাসকদের পশ্চিমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন ইব্রাহিম রাইসি ছিলেন মুসলিম বিশ্বের অভিভাবক, তার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশে চলছে শোক।