শাহজালালঃ বৃহস্পতিবার (২৫ এপ্রিল ২০২৪) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল সেট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ৬৭তম বার্ষিক বিজ্ঞান উৎসব-২০২৪। তিন দিন (২৫-২৭ এপ্রিল) ব্যাপী এ বিজ্ঞান উৎসবের আয়োজন করে সিনটিলা সাইন্স ক্লাব। ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস (ইউল্যাব) এর উপাচার্য অধ্যাপক ইমরান রহমান প্রধান অতিথি হিসেবে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আয়আল কর্প লিমিটিড’এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমাস কবীর এবং ‘ম্যাংগো টেলি কমিউনিকেশন লিমিটেড’ এর চেয়ারম্যান আব্দুল মান্নান খান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার ড. লিও জেমস পেরেরা সিএসসি।
প্রধান অতিথি বলেন, “আমাদের নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষার্থীদেরকে ইনোভেটিভ (উদ্ভাবনী) চিন্তা-চেতনার অধিকারী হতে হবে। কৌতূহলী দৃষ্টি দিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে বিজ্ঞানকে কাজে লাগাতে হবে। বিশেষ অতিথিবৃন্দ বিজ্ঞানকে মানবিকতার সপক্ষে ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ৬৭তম এ বিজ্ঞান উৎসবে এবার ৪০টি স্কুল-কলেজের ৬শতাধিক শিক্ষার্থী ৩ শতাধিক প্রজক্ট নিয়ে অংশগ্রহণ করছে। বিজ্ঞান প্রজেক্ট ছাড়াও পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক ক্যুইজ প্রতিযোগিতা, স্ক্র্যাববুক এবং দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করা হয়।
আগামীকাল ২৬শে এপ্রিল, শুক্রবার সকাল থেকেই বিজ্ঞান-উৎসব দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ২৭শে এপ্রিল, শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন দেশের একমাত্র প্লাজমা বিজ্ঞানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা ক্যটের ব্যবস্থাপক জনাব তাহসিন হাসান এবং ‘আর্থ মুভিং গ্রুপ’ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুল হক।