নিজস্ব প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস।
বিলস পরিবারের পক্ষ থেকে এক শোকবার্তায় তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিলস এর চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ভূঞা, মহাসচিব নজরুল ইসলাম খান এবং নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশন-২০২৪ এর প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, তাঁর মৃত্যুতে দেশ হারিয়েছে একজন সংগ্রামী ও আপোষহীন নেত্রী, যিনি দেশের গণমানুষের অধিকার আদায়ের জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন।
তাঁর মৃত্যু দেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি উল্লেখ করে তারা বলেন, নব্বইয়ের দশক জুড়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ , সকল গনতন্ত্রিক আন্দোলন ও দেশের ক্রান্তিকালে সবসময়ই তিনি দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক কর্মী ও জনগণের সাহস ও নির্ভরতার প্রতীক ছিলেন।
তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তাদের এই শোক সইবার শক্তি দেন।

