প্রিয়ন্ত মন্ডল : দেশ আজ মহাসংকট অতিক্রম করেছে, সংকট উত্তরণে সকল দলের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজন করতে আজ দুপুর ১২ টায় মহামান্য রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছে হানিফ বাংলাদেশী।
এ সম্পর্কে হানিফ বাংলাদেশী বলেন, আমি গত ১৫ বছর যাবত দেশে ভোটাধিকার, গণতš,¿ আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলন করেছি। বিগত ৫ আগষ্ট ২০২৪ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। জনগণ আশাবাদী হয়েছিল দেশে শান্তি আসবে, দুর্নীতি কমবে। বাস্তবে কিছুই পরিবর্তন হয়নি বরং আগের তুলনায় বেড়েছে। দেশে মব সন্ত্রাসের অত্যাচারে মানুষের জানমালের নিরাপত্তা নেই। নারীদের ইজ্জতের নিরাপত্তা নেই। বাকস্বাধীনতা নেই। বিশ্বাসের স্বাধীনতা নেই। এই ভয়ংকর পরিস্থিতি উত্তরণে প্রয়োজন সকল দলের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের অবিভাবক হিসেবে রাষ্ট্রকে মহাসংকট থেকে রক্ষা করতে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করবেন এই প্রত্যাশা করি।

