রুপসীবাংলা৭১ ডেস্ক : দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় আজ রাত সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে বিমাবন্দরে পৌঁছান তিনি। এর আগে ৮টা ০৫ মিনিটে সপরিবারে তিনি লন্ডনের বাসা ত্যাগ করেন তারেক রহমান। তার সঙ্গে বিমানবন্দরে উপস্থিত আছে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
প্রায় দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে সরকার। পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।এদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। দলটির আশা, ৫০ লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবে ঢাকায়। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক রহমান। সেখানেই তাকে স্মরণকালের স্মরণীয় সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
রুপসীবাংলা৭১/এআর

