রুপসীবাংলা৭১ স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক : নির্মাণ খাতে নিয়োজিত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক প্রকৌশলী শরীফ আহম্মেদ আজাদ।
গত বৃহস্পতিবার জেলার নির্মাণ খাতে নিয়োজিত শ্রমিক, ঠিকাদার,ও সুপারভাইজারদের দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশে অন্য যে কোন কাজে নিয়োজিত শ্রমিকদের চেয়ে নির্মাণ খাতে শ্রমিকরা বেশি দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন।অনেক সময় অনেক শ্রমিক গুরুতর আহত ও অনেকে নিহত হয়েছেন। লক্ষ্য করা গেছেসংশিষ্ট ঠিকাদার, সুপারভাইজারদের সামান্য অবহেলায় এ ধরনের ঘটনা ঘটেছে। ঠিকাদার,সুপারভাইজার, শ্রমিকদের আরো সচেতন হতে হবে। এ ঝুঁকিপূর্ন কাজ থেকে ঝুঁকিমুক্ত থাকতে আমরা যারা জড়িত রয়েছি তাদেরকে সচেতন হতে পারলে দুর্ঘটনা প্রবনতা কমে আসবে।
প্রশিক্ষণে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রশিক্ষক প্রকৌশলী ফরহাদ ওহাব, প্রকৌশলী মো. মেহেদী হাসান,প্রকৌশলী মো. দীন আমিন সরকার,শ্রম পরির্দশক জাহাঙ্গীর আলম।
প্রশিক্ষকরা বলেন, নির্মাণ খাতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, নির্মাণ খাতে অংশীজনের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে আইন,বিধি ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব। নির্মাণ কাজের ঝুঁকি ও প্রতিরোধ, খনন কাজ,উঁচুতে কাজ,আবদ্ধ স্থানে কাজ,উত্তোলক যন্ত্র, হাস্তচালিত যন্ত্র ইত্যাদি গ্রুপ ওয়ার্ক ঝুঁকিপূর্ন কাজ বৈদ্যুতিক ঝুঁকি, যানবাহন ও লোকজনের চলাচল, ভার উত্তোলন,মই,মাচা ইত্যাদি বিষয় গুরুত্ব দেওয়া, কল্যাণ ও স্বাস্থ্য রক্ষায় ব্যবস্থা এবং দুর্ঘটনায় আইনগত ক্ষতিপূরন, ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় সরঞ্জামাদি ব্যবস্থা নিশ্চিত করা নিয়ে আলোচনা করা হয়।
রুপসীবাংলা৭১/এআর

