রুপসীবাংলা৭১ সংবাদদাতা : অভিযোগ রয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বড় হিজলী গ্রামের রেবেকা গংদের দাপটে ভয়ে এলাকার কেউ রেবেকা গংদের বিরুদ্ধে সত্য কথা বলতে সাহস পায় না। রেবেকা গংদের এতই দাপট যে, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের আদেশ অমান্য করে চলতি বছরের ১০ নভেম্বর রেবেকা, শহিদ খান ও ওহিদ খান সর্ব পিং সৈয়দ আলী খান গংরা একই গ্রামের অভিযোগকারী করিম খানের বাবা ও দাদার নিজ দখলীয় জমির খুঁটি উঠিয়ে তা দখল করে নিয়েছে।
এ ব্যাপারে তদন্ত পূর্বক ন্যায় বিচার চেয়ে রেবেকা গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য গত ১৪ ডিসেম্বর ভুক্তভোগী করিম খান রাজবাড়ীর পুলিশ সুপারের কাছে একটি আবেধন পত্র পেশ করেছেন।
করিম খান পুলিশ সুপারে কাছে দেয়া আবেদন পত্রে দাবি করেন যে, উক্ত আবেদন পত্রে বিস্তারীত উল্লেখ করা জমি জমা আমার দাদা মৃত্যু রোস্তম আলী খার নামে বি এস রেকর্ড। আমার দাদার আমল থেকে অনুমান ৬০/৭০ বছর যাবৎ ভোগ দখল করে আসিতেছি। বিরোধকৃত উক্ত জমি জমা তৎকালীন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে গিয়ে এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থথিতে সরেজমিনে বুঝিয়ে দিয়ে আসেন। এর কয়েক দিন পরেই উপজেলা নির্বাহী অফিসারের আদেশ অমান্য করে রেবেকা গংরা মাপের খুঁটি উঠিয়ে জোর পূর্বক জমি দখল করেছে।
তাই এমতাবস্থায় বিঘয়টি সরেজমিনে তদন্ত করে রেবেকা গংদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়ার জন্য রাজবাড়ীর পুলিশ সুপারের কাছে ভুক্তভোগী করিম খান জোর দাবি জানিয়েছেন।
রুপসীবাংলা৭১/এআর
