নিজস্ব প্রতিনিধি :সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন সিএলএনবি চেয়ারম্যান হারুনূর রশিদ।
১৪ ডিসেম্বর ২০২৫ রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর বর্বর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত এবং ৩ জন নারী সেনাসদস্যসহ আরও ৮ জনের আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। জাতিসংঘের অধীনে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী আমাদের বীর সেনাসদস্যরা আমাদের গর্ব।
তিনি আরো বলেন, আমরা নিহত শান্তিরক্ষীদের রুহের মাগফেরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহত সেনাসদস্যদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান এবং এই দুঃসময়ে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিবারবর্গে পাশে থাকতে অন্তর্বর্তীকালীন সরকারকে সবধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

