নিজস্ব প্রতিনিধিঃ দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে ১৫ আবদুল গণি রোড, সচিবালয় সড়ক, ঢাকায় সকাল ১০টায় জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম এর সভাপতিত্বে এবং মহাসচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দসহ প্রায় ১০ সহস্রাধিক গণকর্মচারী অংশগ্রহণ করেন। সমাবেশের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

সংগঠনের নীতি-নির্ধারনী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ সূচনা বক্তব্যে বলেন, গণকর্মচারীগণ সরকারের যাবতীয় কর্মকান্ডের প্রধান হাতিয়ার, তাদের ক্ষুধার্ত রেখে সরকারের কাংখিত লক্ষ্য অর্জন কখনও সম্ভব নয়। তাই জনগণের জন্য জনসেবা নিশ্চিত করার প্রয়োজনে ২০ লক্ষ কর্মচারীদের প্রাণের দাবি জাতীয় বেতন কমিশনের সুপারিশ আগামী জানুয়ারি থেকে কার্যকর করতে হবে, অন্যথায় সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে সংগঠনের মহাসচিব বদরুল আলম সবুজ ৫ দফা দাবি উপস্থাপন করেন: (১) সরকারের ঘোষিত সময় ১৪ ডিসেম্বরের মধ্যে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করতে হবে। (২) টাইমস্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পুনর্বহালসহ সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগবিধি প্রনয়নকল্পে জাতীয় সার্ভিস কমিশন গঠন করতে হবে। (৩) ওয়ার্কচার্জ, কন্টিনজেন্ট পেইড, মাস্টাররোল, দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োগকৃত সকল অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান করতে হবে। (৪) আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল পূর্বক শূন্য পদে রাজস্বখাতে নিয়োগ, ব্লকপোস্ট সমূহে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। (৫) আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারা মোতাবেক সকল দপ্তরের গণকর্মচারীদের ট্রেডইউনিয়ন অধিকার দিতে হবে।

আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য কমরেড মেজবাহ উদ্দিন আহমেদ, সাবেক সচিব এবিএম আবদুস সাত্তার, জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন, সমন্বয় পরিষদের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পানি উন্নয়ন বোর্ড, শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং ব্যাংক ফেডারেশন বাংলাদেশের সভাপতি রফিকুল ইসলাম, ডিপিডিসি কর্মচারী ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন, সংগঠনের অতিঃ মহাসচিব রোকনুজ্জামান, মোঃ জিল্লুর রহমান খান, ঢাকা মেডিকেলের নেতা সিকদার মোঃ জসিম উদ্দিন, মোঃ শিপন মিয়া, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন, গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন, পেনশনার এসোসিয়েশন বাংলাদেশের আহ্বায়ক এম এ আউয়াল, সংগঠনের সারাদেশের জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

